তারিখ প্রদর্শন
লোগো

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কোন ধরনের গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়াবে না বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। আজ সোমবার র‍্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

র‍্যাব প্রধান বলেন, বাহিনীর কোনো সদস্য যদি ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে, তাকে বরদাশত করা হবে না। এ সময় তিনি জোর দিয়ে বলেন, র‍্যাব সব সময় আইনের মধ্যে থেকে কাজ করবে। র‍্যাবে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সুযোগ নেই।

ক্র্যাবের মতবিনিময় সভায় র‍্যাব মহাপরিচালক আরও বলেন, জামিনে মুক্ত জঙ্গিদের মনিটরিং করা হচ্ছে এবং গুজব রটিয়ে নাশকতার চেষ্টা প্রতিরোধ করা হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে র‍্যাব কাজ করছে বলেও জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক।

এছাড়া জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে র‍্যাবের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, তাদের চাহিদা মতো সব তথ্য প্রদান করা হয়েছে এবং প্রয়োজনে আরও তথ্য সরবরাহ করা হবে।

সভায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও সভাপতি র‍্যাবের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *