আজ ৮ই অক্টোবর মঙ্গলবার দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফা ও গ্যালিলি অঞ্চলে ১০৫টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেমের বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই দুই ধাপে পরিচালিত এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরুর পরই এ হামলার ঘটনা ঘটল।
হিজবুল্লাহর হামলার সাথে সাথে একত্রে উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বেজে উঠে। হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এই হামলাকে হাইফা শহরের ওপর সবচেয়ে বড় আঘাত বলে অবহিত করেছে। হাইফা শহরের মেয়র জানান, হিজবুল্লাহর রকেট হামলায় হাইফা উপসাগরের একটি ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। হাইফার মেয়রের পক্ষ থেকে শহরটির রাসায়নিক কারখানাগুলি খালি করার জন্য অনুরোধ জানানো হলেও, এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়াও হাইফার মেয়র পুরনো আবাসিক এলাকার সুরক্ষার জন্য বাজেট বৃদ্ধির দাবি করেছেন।
অন্যদিকে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভের সূত্রে জানা গেছে, হিজবুলাহর ছোঁড়া কমপক্ষে পাঁচটি রকেট হাইফা ও কিরিয়তে আঘাত হানে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, কফার মাসরিক এবং ক্রিয়াত মোতস্কিন অঞ্চলেও হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত হেনেছে।
এদিকে হামলার পরপরই দক্ষিণ লেবাননের যেসব এলাকা থেকে এই রকেট হামলা পরিচালিত হয়েছে, ইসরায়েলি বাহিনী সেগুলোতে ইতোমধ্যে অভিযান পরিচালনা শুরু করেছে। ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ওয়াই নেটের বরাতে এই খবর জানা গেছে।
এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর ডিশন ও ডালটন এলাকার আর্টিলারি স্থাপনায় এবং তেলআবিবের কাছে গোয়েন্দা সংস্থা ৮২০০-এর গালিলোট ঘাঁটিতে রকেট হামলা চালানোর দাবী করে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলে সতর্ক সাইরেন বেজে উঠে। এছাড়া হিজবুল্লাহ শলোমি, খানিতা ও আল মারজ এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশ লক্ষ্য করে রকেট ছোঁড়ার কথা জানিয়েছে।
ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান
এদিকে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় হামলা চালিয়েছে। হামলার সময় সংঘর্ষে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার কথা এবং দক্ষিণাঞ্চলে নতুন সহায়তা ফোর্স যুক্ত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী থেকে প্রাপ্ত তথ্য মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ১৪৬তম ব্রিগেড এখনো হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে নির্দিষ্ট অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের একটি এলাকায় হিজবুল্লাহর স্টাফ চিফ সুহেইল হুসেইন হুসেইনিকে হত্যার দাবী করেছে।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link