নিউজনেস্ট

দিল্লি ছাড়েননি শেখ হাসিনা: গুজব উড়িয়ে দিল ভারত

দিল্লি ছাড়েননি শেখ হাসিনা: গুজব উড়িয়ে দিল ভারত
দিল্লি ছাড়েননি শেখ হাসিনা: গুজব উড়িয়ে দিল ভারত। ছবি: সংগৃহীত

গত ৫ই আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি গুঞ্জন উঠে তিনি ভারত থেকে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন। বিশেষ করে আরব আমিরাতের আজমানে অবস্থান করছেন বলে শোনা যাচ্ছিল।

তবে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে ভারতের শীর্ষস্থানীয় সরকারি সূত্রে জানানো হয়, শেখ হাসিনা এখনও দিল্লিতেই অবস্থান করছেন। ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রও নিশ্চিত করেছে যে, শেখ হাসিনার অবস্থান নিয়ে যেসব গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন।

ভারতের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি এবং তার অবস্থান গোপন করার কোনো কারণ নেই। এমনকি যদি তিনি তৃতীয় কোন দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, সেটাও লুকানো হবে না।

শেখ হাসিনার ছেলে জয়ও গত সোমবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে জানান, তার মা এখনও ভারতেই আছেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত