আজ ৯ই অক্টোবর ২০২৪ ইসরায়েলি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাশিম সফিকে হত্যার সাম্প্রতিক ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে এই ব্যাপারে পাওয়া যায়নি চূড়ান্ত নিশ্চয়তা। তবে ইসরায়েলি বাহিনীর অধিকাংশের ধারণা, কয়েকদিন আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলাতেই হাশিম সফি আল-দিন নিহত হয়েছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় লেবাননবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘ইসরায়েল হিজবুল্লাহর মহাসচিব নাসরুল্লাহ এবং তার উত্তরসূরী ও তার পরবর্তী উত্তরসূরীকেও হত্যা করেছে।’
ইসরায়েলি গণমাধ্যমের মতে, নেতানিয়াহুর এই বক্তব্যে নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশিম সফিউদ্দিনকে ইঙ্গিত করেছিলেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনী এখনো বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো বিমান হামলার ফলাফল পরীক্ষা করছে। তিনি বলেন, ‘বিমান হামলার সময় হাশিম সফিউদ্দিন সেখানেই ছিলেন। তবে তিনি নিহত হয়েছেন কিনা সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই।’
ইসরায়েলের সামরিক মুখপাত্র আরও জানান, হামলার ফলাফল বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য শিগগিরই জনসাধারণের কাছে প্রকাশ করা হবে।
সূত্র: আল জাজিরা