তারিখ প্রদর্শন
লোগো

সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া পাকিস্তানি গুপ্তচর আজিমুল্লাহ ফারুকি ফাঁস করেছেন চাঞ্চল্যকর তথ্য। আজিমুল্লাহ জানান, পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ তাকে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টির উদ্দেশ্যে পাঠিয়েছিল তাকে। চীনা সীমান্ত সংলগ্ন বাদাখশান প্রদেশের ওয়াখান এলাকা ছিল তার লক্ষ্যবস্তু।

আফগানিস্তানের ‘হিন্দু কুশ’ মিডিয়া পেজে প্রকাশিত একটি ভিডিও রেকর্ডিংয়ে ফারুকি জানান, আরেক গুপ্তচর সাইদ রেজা হাশমির মাধ্যমে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে পরিচিত হন এবং পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়িত্ব গ্রহণ করেন।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের বাসিন্দা আজিমুল্লাহ ফারুকি আরও জানান, পাকিস্তানি সামরিক কর্মকর্তারা তার সাথে কিছু সাবেক আফগান প্রশাসনিক কর্মকর্তাকেও আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে নির্দেশ দিয়েছিলেন। এর পাশাপাশি তাকে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীতে সাবেক প্রশাসনের সৈন্য ও বর্তমানের তালেবান শাসনে অসন্তুষ্ট যোদ্ধাদের নিয়োগেরও নির্দেশ দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।

ফারুকি আরও উল্লেখ করেন, পাকিস্তান ও তাজিকিস্তান যৌথভাবে আফগানিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের আঞ্চলিক স্বার্থকে হুমকির মুখে ফেলার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *