বাংলাদেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নে ১৫ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় দলটির মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এ প্রস্তাবনা তুলে ধরেন। সভায় শিক্ষাব্যবস্থার উন্নয়নে পাশ্চাত্য প্রভাব থেকে মুক্ত হয়ে নতুন শিক্ষাক্রম প্রণয়নের তাগিদ দেওয়া হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে বিশ্বমানের গবেষণা উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কার, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কওমি সনদপ্রাপ্তদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ এবং ইসলাম শিক্ষা বাধ্যতামূলকভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো উল্লেখযোগ্য। এ ছাড়াও প্রস্তাবিত ১৫ দফায় কওমি সনদধারীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
অন্যদিকে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট নির্বাচনে বৈষম্য দূরীকরণের আহ্বান জানানো হয়। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বৃদ্ধির প্রস্তাবও উত্থাপন করা হয়।
মতবিনিময় সভায় মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী ছাড়াও বক্তব্য প্রদান করেন দলটির প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।