তারিখ প্রদর্শন
লোগো

তিন বছর হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষের অবস্থান দিচ্ছে না কোন শান্তির আভাস। গতকাল ছিল এই যুদ্ধের ৯৫৮তম দিন। গতকাল যুদ্ধের ময়দানে এবং কূটনৈতিক অঙ্গনে ঘটেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা।

লড়াইয়ের পরিস্থিতি

গতকাল ৯ই অক্টোবর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চলের বন্দরে অন্তত ছয়জন নিহত এবং আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘শুই স্পিরিট’ও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, গত চার দিনে এই অঞ্চলে এটি তৃতীয়বারের মতো রুশ হামলার ঘটনা।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার সেই ঘাঁটিতে শাহেদ ড্রোন রাখা ছিল। হামলাটি যৌথভাবে পরিচালনা করেছে ইউক্রেনের নৌবাহিনী ও এসবিইউ গোয়েন্দা সংস্থা। যদিও রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে রাশিয়ার জরুরি পরিষেবা কর্মীরা ওই এলাকায় একটি বড় অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে।

এছাড়া রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলার কথাও জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেই অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি অস্ত্রের গোলাবারুদ ছিল। যার মধ্যে অনেক অস্ত্র উত্তর কোরিয়া থেকে সরবরাহ করা হয়েছিল। এদিকে বিস্ফোরণের পর ব্রায়ানস্ক কর্তৃপক্ষ ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার পশ্চিমাঞ্চল লক্ষ্য করে উড়ে আসা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা।

রাজনৈতিক ও কূটনৈতিক অগ্রগতি

এদিকে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব ইউরোপীয় নেতাদের একটি সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবী করেন, ২০২৫ সালে যুদ্ধ শেষ করার জন্য ‘সিদ্ধান্তমূলক’ পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। তবে সেটির প্রক্রিয়া বিস্তারিত বর্ণনা করেননি জেলেনস্কি।

সম্মেলনে জেলেনস্কি পশ্চিমা মিত্রদের ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার আহ্বানও জানান, যা রাশিয়ার গভীরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে জেলেনস্কির অতি শীঘ্রই আলোচনা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা ইউক্রেনকে ৩৫ বিলিয়ন ইউরো ($৩৮ বিলিয়ন) ঋণ প্রদানের পরিকল্পনা অনুমোদন করেছেন। যেই ঋণ রাশিয়ার জব্দকৃত কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ দ্বারা সমর্থিত হবে। এ প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, হাঙ্গেরি রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ইউরোপীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি বলেন, ‘বিশ্ব রাশিয়ার যুদ্ধের নিষ্ঠুরতা প্রত্যক্ষ করেছে। তবুও কিছু লোক এখনো এই যুদ্ধের আক্রমণকারী পক্ষকে নয়, বরং আক্রান্ত পক্ষকে দোষারোপ করছে।’

এদিকে ইউক্রেনের গোয়েন্দারা ২৪ বছর বয়সী ইউক্রেনীয় সেনা সেরহি গনেজদিলভকে গ্রেপ্তার করেছে। গনেজদিলভ সৈন্যদের মেয়াদ সীমাবদ্ধ না করে দীর্ঘদিন ব্যারাকে রাখার প্রতিবাদে তার সেনা ইউনিট থেকে পালিয়ে গিয়েছিলেন। দোষী সাব্যস্ত হলে তিনি ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন গনেজদিলভ।

অন্যদিকে রাশিয়ার একটি সাবেক মার্কিন মেরিন সেনা ট্রেভর রিডের অনুপস্থিতিতে তাকে ১৪.৫ বছরের কারাদণ্ড দিয়েছে। রিডকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগদানের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। একই সাথে রাশিয়ার আরেকটি আদালত কর্মী ইয়েভগেনি মিশচেঙ্কোকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। মিশচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ রুশ সংগঠন ফ্রিডম অব রাশিয়া লেজিয়নে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

শান্তি উদ্যোগ

এদিকে বছরের শেষ নাগাদ একটি নতুন শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ইউক্রেন এবং আশা করা হচ্ছে, এবার রাশিয়া এতে অংশগ্রহণ করবে। তবে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বোডনার জানিয়েছেন মস্কোর সাথে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না। কোনো আলোচনা হলে তা তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *