সম্প্রতি আফগানিস্তানের আয়নক তামার খনিতে প্রথম পর্যায়ে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে চীনের একদল বিনিয়োগকারী। আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিনিয়োগকারী দলের প্রধান, কন্সট্রাকশন কোম্পানির পরিচালক সঙ ওয়েন পিং এবং তার প্রতিনিধি দল আফগান মন্ত্রীদের রাজনৈতিক সহকারীর সাথে এই বিনিয়োগের বিষয়ে বিশদ আলোচনা করেছেন।
সঙ ওয়েন পিং জানান, প্রকল্পের এলাকা পর্যন্ত পৌঁছানোর রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরপরই আফগানিস্তানে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি শুরু করবে তার কোম্পানি। রাস্তা নির্মাণ কাজ আগামী বছর শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
এ প্রকল্পের ফলে প্রায় ৩ হাজার আফগান নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া কিছু কর্মীকে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য চীনে পাঠানো হবে। সেখানে তারা বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করবে।
উল্লেখ্য, চীনের এই বিনিয়োগ আফগানিস্তানের খনি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সাথে এটি চীন ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে। সর্বোপরি খনিজ সম্পদের উন্নয়ন দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন।
সূত্র: ইয়াকিন নেটওয়ার্ক