এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাপিয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৭১তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড গতকাল যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:
কাসসাম বিগ্রেড
- কাসসাম বিগ্রেড গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া ক্যাম্পে মসজিদে আয়েশার নিকটে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি মারকাভা-৪ ট্যাঙ্ককে ট্যান্ডোম মর্টাল শেল দিয়ে টার্গেট করে ।
- কাসসাম বিগ্রেড গাজা উপত্যকার বুরেজ শরণার্থী শিবিরে নজরদারি করতে আসা একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করে। এবং এর ভিডিও প্রকাশ করে।
- কাসসাম বিগ্রেড কুদস ব্রিগেডের সাথে মিলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া ক্যাম্পের পূর্বে দখলদার ইসরায়েলি বাহিনীর এক সৈন্যকে স্নাইপিং করে।
- কাসসাম বিগ্রেড গাজা উপত্যকার বাইত লাহিয়া এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ট্রুপ ক্যারিয়ারকে ‘শাওয়াজ’ ও আল ইয়াসিন ১০৫ মর্টাল শেল দিয়ে টার্গেট করে ফলে যানটি ধ্বংস হয়ে যায় এবং হামলায় অনেক ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা ঘটে।
- কাসসাম বিগ্রেড গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্বে রাইয়ান এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটে বোমা হামলা চালিয়েছে। ফলে বোমা হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: আল ইলামুল আসকারি