ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে পুটিয়া এলাকা থেকে আটক করা হয়।
বিজিবি এ ব্যপারে জানিয়েছে, মজুমদার পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। স্থানীয় দালালদের সহায়তায় তিনি সীমান্তে পৌঁছান বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এর জেরে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫শে সেপ্টেম্বর এ কে এম জি কিবরিয়া মজুমদারসহ ১২ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) বানানো হয়েছিল। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে কসবা থানায় হস্তান্তর করার কাজ চলছে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link