সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনে ১৫৮জন আওয়ামীপন্থী কর্মীর চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ক্ষোভের সঞ্চার হয়েছে। কর্মকর্তাদের দাবি, এসব কর্মী আউটসোর্সিং এর নামে রাজনৈতিক বিবেচনায় সাবেক ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েছিলো। এদিকে নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা বা বয়সসীমার শর্ত মানা হয়নি।
ফাউন্ডেশন সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়ায় ৬১ জন ক্যাটাগরি-১ এবং ৯৭ জন ক্যাটাগরি-২ কর্মী রয়েছেন, যাদের বেতন বাবদ প্রতি মাসে ২৭ লাখ টাকা ব্যয় হবে। অথচ, ফাউন্ডেশনে এসব কর্মীদের জন্য সুনির্দিষ্ট কোনো কাজ নেই।
কর্মকর্তাদের আরও অভিযোগ, আউটসোর্সিংয়ের নামে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হলেও ফাউন্ডেশনে পেনশন দিতে অর্থ সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের রক্ষার প্রচেষ্টা নিয়ে কর্মচারীদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে।