নিউজনেস্ট

ইসরায়েলের হামলায় ধ্বংস লেবাননের শতবর্ষী মসজিদ

ইসরায়েলের হামলায় ধ্বংস লেবাননের শতবর্ষী মসজিদ
ইসরায়েলি বোমা হামলায় জ্বলছে দক্ষিণ লেবাননের একটি প্রাচীন মসজিদ। ছবি: আল জাজিরা

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শত বছরের পুরোনো একটি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আজ ১৩ই অক্টোবর ভোরে এই হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রমতে, রোববার ভোররাতে লেবাননের কেফার তিবনিত গ্রামের ঐতিহাসিক মসজিদটি ইসরায়েলি বাহিনীর বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মসজিদটি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করেছেন কেফার তিবনিত গ্রামের কাউন্সিলর ফুয়াদ ইয়াসিন। তিনি বলেন, ‘এই মসজিদটি আমাদের গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। গ্রামের বিভিন্ন পরিবারের সদস্যরা প্রায়ই এখানে সমবেত হতেন, এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়শই সংঘর্ষ হচ্ছে। তবে ২৩ সেপ্টেম্বরের পর থেকে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

অপরদিকে হিজবুল্লাহও ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে নতুন বসতি লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে, যা সীমান্তের ভেতরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত