মারা গেছেন ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অবৈধ সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী। আজ (বুধবার) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এমনটিই জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ।
মতিয়া চৌধুরী দীর্ঘ রাজনৈতিক জীবনে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে প্রথমবার শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তার শেষের তিনটি নির্বাচন অবৈধ ছিল।
আরও পড়ুন: দুপুর ২ টার মধ্যে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের আলটিমেটাম
এছাড়া মতিয়া চৌধুরী ১৯৯৬ ও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবং ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদে এক নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন মতিয়া চৌধুরী। ছাত্রজীবনে তিনি ইডেন কলেজে পড়াশোনা করেন এবং সেখান থেকেই প্রথম বাম ধারার রাজনীতিতে যোগ দিয়ে ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন।