প্রথমবারের মতো সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে বাস তৈরি করেছে তালিবানের দেশ আফগানিস্তান। সম্প্রতি দেশটির তালিবান সরকারের মুখপাত্র মৌলবি জবিহুল্লাহ মুজাহিদ তার অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে নতুন সেই দেশীয় বাসটির ছবি প্রকাশ করে লিখেন, আফগানিস্তান নিজেদের প্রযুক্তিতে একটি বাস তৈরি করেছে। এমন ঘটানা নি:সন্দেহে আমাদের দেশের শিল্পোন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক। প্রযুক্তিগত এই অগ্রগতি আফগানিস্তানের শিল্প খাতকে শক্তিশালী করতে সাহায্য করবে।
এদিকে আফগানিস্তানের সরকার এই উল্লেখযোগ্য সাফল্য উদযাপন করতে শীঘ্রই একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। যেখানে স্থানীয় কর্মকর্তারা, বাসটির উদ্ভাবনী প্রকৌশলীরাসহ দেশটির শিল্প প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তানের অর্থনীতির ভিত্তি মজবুত করার লক্ষ্যে স্থানীয় প্রযুক্তি পণ্যের উৎপাদন বৃদ্ধি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি বাসটি দেশটির প্রযুক্তি শিল্প খাতে ঠিক সেরকম স্বনির্ভরতারই ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি বাসটি আফগানিস্তানের স্থানীয় প্রযুক্তি সংশ্লিষ্ট নির্মাণ খাতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। যা কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link