আজ শনিবার ১৯ই অক্টোবর দুপুরে লেবানন থেকে ছোঁড়া হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের কেসারিয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হেনেছে। এ ঘটনায় একটি বড় বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। ইসরায়েল সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে, ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে সরাসরি আঘাত করতে সক্ষম হয়েছে।
এদিকে, ড্রোনটি নেতানিয়াহুর বাসভবনে বিস্ফোরিত হওয়ার পূর্বে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের মাধ্যমে সেটাকে প্রতিহত করার চেষ্টা করা হয়, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। বিস্ফোরণের সময় নেতানিয়াহু এবং তার স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর পুলিশ দ্রুত কেসারিয়ার আশেপাশের এলাকা বন্ধ করে দেয় এবং গণমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করে দেয়।
তবে ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ড্রোনটি লেবানন থেকে ৭০ কিলোমিটার পথ অতিক্রম করে সরাসরি টার্গেটে আঘাত হানে।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link