সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলের নাঘলো এলাকায় প্রথম সৌরশক্তি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটির উৎপাদন ক্ষমতা ১০ মেগাওয়াট। যা কাবুল এবং নানগরহারের প্রায় ১০,০০০ পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করবে। যা নিঃসন্দেহে আফগানিস্তানের বিদ্যুৎ খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রকল্পের ব্যয় ও সহযোগিতা
উল্লেখ্য, কাবুলের এই প্রকল্প আফগানিস্তানের বেসরকারি প্রতিষ্ঠান ‘আফি বেহরাম’ এর সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে, যার মোট ব্যয় ছিল ৭.৬ মিলিয়ন ডলার। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পটি কোনো আন্তর্জাতিক সহায়তা ছাড়াই সম্পন্ন হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাট কমানোর লক্ষ্যে নতুন উদ্যোগ
এদিকে এই সৌরশক্তি প্রকল্পটির মূল লক্ষ্য হলো কাবুল ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনা। প্রকল্পটি উদ্বোধনের পর আশা করা হচ্ছে এটি এই অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। সর্বপোরি আফগানিস্তানের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের প্রকল্প আফগানিস্তানের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link