আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান জানাতে পারলে সাংবাদিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার, ১৯ অক্টোবর, রাজশাহীতে বিজিবি সদরদপ্তর পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ওবায়দুল কাদেরের বিষয়ে কোনো তথ্য নেই, তবে সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদন করলে পুরস্কার দেওয়া হবে।
এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে গ্রেপ্তার ও ছেড়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এখনও কাস্টডিতে রয়েছেন।