রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়। এসময় আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে দ্রুত পদত্যাগের দাবি জানায়।
আন্দোলনের নেতা বাহার উদ্দিন বলেন, ‘চুপ্পু পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’ এছাড়া অন্য আরেক নেতা মো. সোহাগ জানান, রাষ্ট্রপতির অপসারণ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।