গতকাল রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের কাছ থেকে দুই দিনের সময় চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার রাতে বঙ্গভবনের সামনে দেওয়া বক্তব্যে তারা জানান, আগামী দুই দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করার পর সাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে।
উল্লেখ্য, গতকাল দুপুরে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবীতে শুরু হওয়া বিক্ষোভ সন্ধ্যার পর আরও তীব্র আকার ধারণ করে। রাস্তার গাছের ডাল কেঁটে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় কিছু আন্দোলনকারী । পরে পরিস্থিতি জটিল হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে সবকিছু নিয়ন্ত্রণে আসে।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link