বেক্সিমকো গ্রুপের দুটি প্রতিষ্ঠান, বেক্সিমকো লিমিটেড এবং বেক্সটেক্স গার্মেন্টসের বিরুদ্ধে পাঁচ ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই দুই প্রতিষ্ঠান ২০১১ সালে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও এক্সিম ব্যাংকে মোট ৬০০ কোটি টাকার ঋণপত্র খোলে। ঋণের সুদাসলে এই পরিমাণ পরে হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়, যা ব্যাংকগুলোকে আর্থিক তারল্য সংকটে ফেলে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে এবং বেক্সিমকোর অন্যতম কর্ণধার সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের নথিপত্র তলব করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রায় ৩৬ হাজার কোটি টাকার ঋণ আত্মসাত এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এদিকে সিআইডি গত ১৮ সেপ্টেম্বর প্রায় এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দরবেশ সালমানের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে।
অনুসন্ধানে জানা যায়, বেক্সিমকো গ্রুপ ঋণপত্রের মাধ্যমে বাণিজ্যিক ঋণ করলেও, পরে সঠিকভাবে সেই ঋণ পরিশোধ করেনি। যার ফলে দেশের ব্যাংকগুলো বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে।