আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি খাতের একটি যৌথ প্রতিনিধি দল শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজির নেতৃত্বে কাজাখস্তান সরকারের প্রতিনিধিদের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছে। কাজাখ প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সারিক জুমানগারিন।
উক্ত বৈঠকে নুরুদ্দিন আজিজি আফগান পণ্যের প্রদর্শনী এবং আলমাটি শহরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কবিষয়ক সম্মেলন আয়োজনের জন্য কাজাখস্তানের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
নুরুদ্দিন আজিজি মনে করেন, এ ধরনের আলোচনা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উক্ত বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্যের পরিধি বাড়ানো, বিনিয়োগকারীদের আকর্ষণ করা, ট্রানজিট ও রপ্তানি উন্নয়ন, পরিবহন ও ব্যাংকিং সংক্রান্ত বিষয়, ভিসা প্রদানে সহায়তা এবং কারিগরি ও উপ-কমিটি গঠন সম্পর্কে আলোচনা করা হয়।
সূত্র : ইয়াকিন নেটওয়ার্ক