নিউজনেস্ট

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেফতার

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ গ্রেফতার
সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে চট্টগ্রামের খুলশি এলাকা থেকে গতকাল বুধবার ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন, ঢাকার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানায় হেফাজতে রয়েছেন। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, হেলালুদ্দীন অবসরের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং অবসরোত্তর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পান।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত