রাজধানীর উত্তরায় ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারার বাসা থেকে ৮৩ ভরি স্বর্ণ ও ১৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
১৮ অক্টোবর রাতে ড. মমতাজের ফ্ল্যাটে ছাত্র সমন্বয়ক পরিচয়ে ৯-১০ জন দুষ্কৃতকারী প্রবেশ করে। তারা বাসার ম্যানেজারকে জিম্মি করে ফ্ল্যাটে ঢুকে সিসি ক্যামেরা বন্ধ করে ফেলে। এরপর অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে আরও ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ৮৩ ভরি স্বর্ণ ও নগদ ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ২২ অক্টোবর মো. মারুফ হাসান পল্লবকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ২৩ অক্টোবর আব্দুল্লাহ আল মামুন সজিবকেও গ্রেপ্তার করে।