নিউজনেস্ট

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩ সাংবাদিক

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ সাংবাদিক নিহত। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের দক্ষিণ-পূর্ব সীমান্তে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, হাসবাইয়ায় তাদের অবস্থানস্থলে আক্রমণ চালানো হলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিলেন ইরানপন্থী ‘আল মায়াদিন’ টেলিভিশনের ফটোগ্রাফার ঘাসান নাজ্জার, সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ রেজা এবং হিজবুল্লাহর ‘আল মানার’ চ্যানেলের ফটোগ্রাফার ওয়াসাম কাসিম।

‘আল মায়াদিন’ এর প্রধান ঘাসান বিন জেদ্দো দাবি করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেছে। তবে ঘটনার পর এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার আগে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে ‘আল মায়াদিন’ টেলিভিশনের অফিসে হামলা চালায়, যাতে একজন নিহত এবং পাঁচজন আহত হন। লেবাননের তথ্যমন্ত্রী এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত