নিউজনেস্ট

গাজা যুদ্ধের ৩৮৪তম দিন: যা ঘটল সারাদিন

গাজা যুদ্ধের ৩৮৪তম দিন: যা ঘটল সারাদিন
গাজা যুদ্ধের ৩৮৪তম দিন: যা ঘটল সারাদিন। ছবি: সংগৃহীত

এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাড়িয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৮৪তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধযোদ্ধারা  যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:  

কাসসাম ব্রিগেড

কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের ‘আল-ফাখৌরা’ স্কুলের নিকটে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ‘ডি-৯’ সামরিক যানকে ‘শাওয়াজ’ বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায় ।

কুদস ব্রিগেড

  • কুদস ব্রিগেড গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে  দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে ‘হাউন’ মর্টাল শেল নিক্ষেপ করে । এবং এর ভিডিও প্রকাশ করে ।
  • কুদস ব্রিগেড পশ্চিম তীরের ‘জেনিন’ এবং ‘তুবাস’ ক্যাম্পে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালায় । এবং এর ভিডিও প্রকাশ করে ।

মুজাহিদীন ব্রিগেড

মুজাহিদীন ব্রিগেড ‘নাবলুস’ শহরের ‘আসকার’রোডে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যানকে ‘নাসিফা’ বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায় ।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত