গতকাল শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে হিন্দু ধর্মাবলম্বীরা ৮ দফা দাবিতে মহাসমাবেশ করেছেন। সমাবেশের পর দাবি আদায়ে দেশের প্রতিটি জেলায় নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দাবি মানা না হলে ঢাকামুখী লংমার্চের হুমকিও দেওয়া হয়।
সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমাবেশে বলেন, ‘সনাতনীদের ওপর নির্যাতন চলতে থাকলে আমরা আরও ঐক্যবদ্ধ হব। এবং দাবি আদায়ে লংমার্চের বিকল্প থাকবে না।’
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আরও বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাজনৈতিক দুর্বৃত্তপনার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।’
উল্লেখ্য, সনাতন জাগরণ মঞ্চের ৮ দফা দাবির মধ্যে রয়েছে: সংখ্যালঘু নির্যাতনের বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা। এছাড়া হিন্দু ফাউন্ডেশন ও অন্যান্য ধর্মীয় ট্রাস্টের উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপাসনালয় স্থাপনের দাবিও জানানো হয়।