নিউজনেস্ট

তুরস্ক থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় অঙ্গীকার প্রেসিডেন্ট এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ছবি : সংগৃহীত

তুরস্কে সম্প্রতি সন্ত্রাসী হামলার জেরে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তুরস্ক থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্প্রতি তিনি এক বক্তব্যে বলেন, ‘আমরা তুরস্ক থেকে সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করতে বদ্ধপরিকর। শেষ সন্ত্রাসীটি তুরস্ক থেকে নির্মূল না করা পর্যন্ত আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

এরদোগান জানান, সন্ত্রাসবিরোধী এই যুদ্ধে তুরস্ক নিজেদের সব শক্তি ও সম্পদ প্রয়োগ করতে এবং দেশের ভেতরে ও বাইরে সব জায়গায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে প্রস্তুত।

এসময় স্বীয় বক্তব্যে এরদোগান তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রসঙ্গে বলেন, ‘আমরা তুরস্ককে বিদেশি নির্ভরতার কাদামাটি থেকে বের করে এনে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বাধীনতার পথে নিয়ে গেছি।’ যা তুরস্ককে প্রতিনিয়ত আরো শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলছে। এবং এই পথে এগিয়ে গেলে তুরস্ক সামরিক ক্ষেত্রে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করতে পারবে এবং আত্মনির্ভরতার উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।

এছাড়াও তুরস্কের শত্রুরা দেশটিকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে নিজ বক্তব্যে উল্লেখ করেন এরদোগান। তবে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, ‘আমরা কখনও সন্ত্রাসীদের এই সুযোগ দেব না। সন্ত্রাস কখনও আমাদের শক্তিশালী তুরস্ক গড়ার লক্ষ্য অর্জনের পথে বাধা হতে পারবে না।’

এরদোগানের এই বক্তব্য থেকে প্রতীয়মান হয়, তুরস্ক সন্ত্রাস মোকাবিলায় কোন ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় এবং দেশটির জনগণকে রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যা দেশটির শক্তিশালী ও স্বাধীন এক ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার পূরণ করে তুরস্কের নতুন এক দিশা হবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত