নিউজনেস্ট

আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে পাইন বাদামের উৎপাদন

আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে পাইন বাদামের উৎপাদন
আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে বেড়েছে পাইন বাদামের উৎপাদন। ছবি: গামিনি

আফগানিস্তানে এই বছর উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে পাইন বাদামের উৎপাদন। যা স্থানীয় কৃষকদের জন্য এবং দেশের অর্থনীতির জন্য একটি বড় আশা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের সেরা পাইন বাদামের মধ্যে আফগান পাইন বাদামকে বিশ্বমানের অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়। বিশেষত আফগানিস্তানের কালো পাইন বাদাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশেষ জাত। এটি মূলত আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ছয়টি প্রদেশ: খোস্ত, পাকতিয়া, পাকতিকা, নাঙ্গারহার, কুনার এবং লাঘমানে উৎপাদিত হয়। খোস্ত ও পাকতিয়ার পর্বতমালায় জন্মানো এই কালো পাইন বাদামের মান সর্বোচ্চ হওয়ায় এর প্রতি কেজির দাম প্রায় ১০০ ডলার।

এদিকে মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করছে আফগানিস্তানের পাইন বাদাম। আফগানিস্তান থেকে প্রতি বছর চীন ও উপসাগরীয় দেশগুলোসহ বিশ্বব্যাপী রপ্তানি করা হয় প্রায় শত শত টন পাইন বাদাম। যে রপ্তানি কেবল স্থানীয় অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না, বরং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতেও বিশেষ অবদান রাখছে।

উল্লেখ্য, আফগানিস্তানে পাইন বাদামের উৎপাদন ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আফগানিস্তানের খোস্ত প্রদেশকে কেন্দ্রীয় এলাকা হিসেবে ধরা হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সম্পদে ভরপুর এই প্রদেশে প্রতি বছর বিপুল পরিমাণে পাইন বাদাম উৎপন্ন হয়। যার কারণে খোস্ত প্রদেশ এই পণ্যটির রপ্তানিতে পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

যদিও এসব রপ্তানিতে ভবিষ্যতে আশার পূর্বাভাস রয়েছে। কিন্তু আফগান কৃষকেরা তাদের পণ্য বাজারজাতকরণ এবং তার প্রচারে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই কারণে তারা বিশ্ববাজারে আফগান পাইন বাদামের গুণগত মান সম্পর্কে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন। যেই সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা রপ্তানি বৃদ্ধি করে কৃষকদের আরও বড় অর্থনৈতিক সফলতার পথে সহায়ক হতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত