নিউজনেস্ট

হিজবুল্লাহর রকেট হামলা: ৯০ ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি

হিজবুল্লাহর রকেট হামলা: ৯০ ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি
হিজবুল্লাহর রকেট হামলা: ৯০ ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি। ছবি: আল জাজিরা

গতকাল ইসরায়েলে বিভিন্ন এলাকায় এবং আজ সকালে সাফাদ অঞ্চলে লেবানন থেকে ১১৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে রোশ পিনা, কিরিয়াত শমোনা এবং সাফাদ এলাকায় এসব রকেটের কিছু প্রতিহত করা গেছে।

এদিকে গতকালের লড়াইয়ে সাতজন সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই সাথে সীমান্তে প্রতিরক্ষা প্রাচীরের কিছু অংশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

অন্যদিকে এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ৯০ জন সদস্য নিহত হওয়ার দাবি করেছে হিজবুল্লাহ।

উল্লেখ্য, ইসরায়েলি বিমান হামলায় গতকাল দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে লেবাননের বালবেক অঞ্চলে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ একজন নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত হয়েছে ।

গত ১ মাস আগ থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বেইরসে হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ জোরদার করে এবং সীমান্তে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের পর দক্ষিন লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত