নিউজনেস্ট

এবার কাতার থেকে আফগানিস্তানে সরাসরি চলবে বিমান

এবার কাতার থেকে আফগানিস্তানে সরাসরি চলবে বিমান
এবার কাতার থেকে আফগানিস্তানে সরাসরি চলবে বিমান। ছবি: হুররিয়াত রেডিও

সম্প্রতি আফগানিস্তান ও কাতারের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেই চুক্তি দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহনে সুবিধা প্রদান করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুস সালাম হায়দারি এবং কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফালেহ আল হাজরি। এ সময় উপস্থিত ছিলেন কাতারের পরিবহন মন্ত্রী জাসেম বিন সাইফ আস সুলাইতি এবং দোহায় আফগানিস্তানের ইসলামি আমিরাতের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নাঈম।

নতুন এই চুক্তি মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে দুই দেশের পর্যটকদের সরাসরি যাতায়াতের সুবিধা প্রদান করবে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত