তারিখ প্রদর্শন
লোগো

২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের ঐতিহাসিক এক অপারেশনের মধ্য দিয়ে করে শুরু হয় ফিলিস্তিনের স্বাধীনতার নতুন লড়াই। একই সঙ্গে এই দিনটি বদলে দেয় মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ। কারণ, ৭ই অক্টোবরের আগে আরব-ইসরায়েলের মিত্রতা ছিল সময়ের ব্যাপার। কিন্তু তুফানুল আকসা নামের এই অপারেশনে উল্টে যায় পাশার দান। ভেস্তে যায় আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবীকিকরণের প্রক্রিয়া। তবে হামাস ইসরায়েলে সরাসরি আক্রমণ করে আরব-ইসরায়েলের সম্ভাব্য উষ্ণ সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারলেও, হামাস ফিরিয়ে আনতে পারেনি আরব নেতাদে(?)র আত্নমর্যাদা।     

সম্প্রতি দুইবারের পুলিৎজার বিজয়ী মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বাইডেনসহ নিকট অতীতের কয়েকজন প্রেসিডেন্টের আমলে আমেরিকার ভূমিকা সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।       

১৩ই অক্টোবর ২০২৩। গাজা যুদ্ধের সূচনা পরবর্তী উত্তপ্ত মধ্যপ্রাচ্যে এই দিন গুরুত্বপূর্ণ এক সফরে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্যে এসেই ব্লিঙ্কেন একে একে সফর করেন জর্ডান, সৌদি আরব, দুবাই এবং  মিসর। সফর করে ব্লিঙ্কেন যা লাভ করেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *