নিউজনেস্ট

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: গুলিবিদ্ধ ২ শ্রমিক

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: গুলিবিদ্ধ ২ শ্রমিক
বকেয়া বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ: গুলিবিদ্ধ ২ শ্রমিক। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৪ এর কাফরুল এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ‘ক্রিয়েটিভ ডিজাইনার’ নামে একটি গার্মেন্টসের শ্রমিক দল। বৃহস্পতিবার সকালে এ বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে আল আমিন (১৭) ও রুমা (১৫) নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভের সময় শ্রমিকরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে গুলিবিদ্ধ দুই শ্রমিককে রাজধানীর ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইজি মো. ফারুক জানিয়েছেন, আহত দুই শ্রমিকের এখন চিকিৎসা চলছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত