পরিবর্তিত বাংলাদেশের হাওয়া লেগেছে ইসলামি বইমেলায়। আমূল পরিবর্তন এসেছে সৃজন ও অবকাঠামোয়। নজর কাড়ছে মূল ধারার মিডিয়াগুলোর। লেখক প্রকাশকদের দীর্ঘদিনের হতাশা ও দীর্ঘশ্বাসের অবসান হয়েছে। স্টল পেয়েছে নতুন-পুরান, ছোট-বড় সব প্রকাশনী। পূর্ব গেইটের বিস্তৃত জায়গা পেয়ে সৃজনশীল বইয়ের পশরা সাজিয়ে বসেছে প্রকাশনীগুলো। ডেকোরেশনের স্বাধীনতা পাওয়ায় শিল্পের যেন ছোটখাটো এক বিপ্লব ঘটিয়ে বসেছে মননশীল প্রকাশকেরা। আরবি গ্রাফিতির জমকালো ডিজাইনের দিকে হা করে তাকিয়ে থাকছে সৌন্দর্যপিপাসু দর্শকেরা।
প্রতিদিনই আসছে একাধিক নতুন বই। সৃজনশীল বিষয়বস্তুতে পাঠক মহল হচ্ছে বিমুগ্ধ। জনরার বৈচিত্রে মেলা হচ্ছে সমৃদ্ধ। বাড়ছে ক্রেতাদের আনাগোনা। গত দশ দিনে মোড়ক উন্মোচন হয়েছে অর্ধশতাধিক বইয়ের। আনুষ্ঠানিকতা ছাড়া যুক্ত হয়েছে দুই শতাধিক নতুন বই। এর মধ্যে শিশুসাহিত্যের দখলটা যেন একটু বাড়াবাড়ি রকমের। অনেক প্রকাশনী শিশুদের জন্য শিশুদের মত করে স্টল সাজিয়েছে। করেছে শিশুদের জন্য আলাদা আয়োজন। তাই তাদের নিয়ে আলাদা প্রতিবেদন হওয়াটা সময়ের দাবি। মেলায় প্রথম ১০ দিনে প্রকাশিত উল্লেখযোগ্য কিছু নতুন বইয়ের তালিকা দেয়া হলো এখানে:
রাহনুমা প্রকাশনী প্রথম দশ দিনে দশটি বই প্রকাশ প্রকাশ করেছে। তার মধ্যে জনপ্রিয় কয়েকটি বই নিম্নরূপ:
১. কপালে তাদের সিজদার ছাপ
লেখক: ড. আয়েজ আল কারনী
অনুবাদক: আহলুল্লাহ মুনীব
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
২. ইসরাইলের বন্দিনী (উপন্যাস)
লেখক: সায়ীদ উসমান
পৃষ্ঠা সংখ্যা: ২৬০
৩. নারীদের তাফসিরুল কুরআন
লেখক: মুহাম্মদ হাবীবুল্লাহ
পৃষ্ঠা সংখ্যা : ৩৫০
৪. ট্রাজেডি অব গ্রেট পাওয়ার পলিটিক্স
লেখক: জন জে মিয়ারশেইমার
অনুবাদক: রাকিবুল হাসান
পৃষ্ঠা সংখ্যা: ২৫৪
৫. অস্তিত্বের কথা
লেখক: নাদিউজ্জামান রিজভী
পৃষ্ঠা সংখ্যা: ১৯০
মাকতাবাতুল হাসানের দুটি বই:
১. উসমানী সালতানাতের ইতিহাস (১-৪)
লেখক: ড. রাগিব সারজানি
অনুবাদক: আবু মুসআব উসমান (১ম ও ২য়), নাজিবুল্লাহ সিদ্দিকী (৩য়), হুমায়ুন কবির (৪র্থ)
মোট পৃষ্ঠা: ১৮৯৬
২. মুসলিম উম্মার একতা ও সংহতি
লেখক: আহমাদ ইবনে তাইমিয়া রহ.
অনুবাদ: জাবির ইবনে কামাল
সিয়ান পাবলিকেশনের চারটি বই। তার মধ্যে জনপ্রিয় একটি বই হলো:
ইসলামি জাগরণ
লেখক: মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন
অনুবাদ: সানজিদা শারমিন
ইলহাম পাবলিকেশনের ছয়টি বই:
১. যেভাবে কোরআন পড়া কোরআনের দাবী
লেখক: মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি
অনুবাদ: মৌলভী আশরাফ
২. নববি যুগে মদিনার সমাজ ব্যবস্থা
লেখক: আকরাম জিয়া উমরি
অনুবাদ: ইমরান হোসেন নাঈম
৩. চার খলিফার যুগে ভারতবর্ষ
লেখক: কাজি আতহার মুবারকপুরী
অনুবাদ: আমজাদ ইউনুস ও সাইফুল্লাহ হারুন
৪. জামাতে নামাজ: গুরুত্ব, তাৎপর্য, হুকুম
লেখক: আব্দুর রহমান আদ দাখিল
৫. ইসলামে নারীর মর্যাদা ও অধিকার
লেখক: সৈয়দ আবুল হাসান আলী নাদবী ও ইমতিয়াজ বোরহান
৬. আল কুরআনে বর্ণিত অবাধ্যতার ইতিহাস
লেখক: সালমান মোহাম্মদ
পুণরায় প্রকাশনের তিনটি বই:
১. পথের শেষে
লেখক: ইমাম গাজ্জালী রামিহুল্লাহ
অনুবাদ: সাবের চৌধুরী
২. সিরাত পাঠের পূর্বকথা
লেখক: আমির ইবনে আহমদ
৩. নতুন দিনের গল্প শোনো
লেখক: নকিত মাহমুদ
আকীল পাবলিকেশনের পাঁচটি বই:
১. যেমন ছিল নবীজির ভাষণ
লেখক: আহমাদ রিফআত
২. ডেইলি কুরআান
লেখক: আহমাদ রিফআত
৩. ডেইলি সুন্নাহ
লেখক: আহমাদ রিফআত
৪. ডেইলি ফিকহ
লেখক: আহমাদ রিফআত
৫. রাগ নিয়ন্ত্রণ
মূল: হাকিমুল উম্মত আশরাফ আলী থানবি রাহিমাহুল্লাহ
অনুবাদ: ওয়ালী উল্লাহ নোমানী
ইত্তেহাদ পাবলিকেশনের চারটি বই:
১. আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস
মূল: মাওলানা মুজিবুল্লাহ নদবী রাহিমাহুল্লাহ
অনুবাদ: মইনুদ্দিন তাওহিদ
২. কওমি মাদরাসা গুরুত্ব ও তাৎপর্য উদ্দেশ্য
মূল: আবুল হাসান আলী নদবী রহ.
অনুবাদ: সালিম আব্দুল্লাহ
৩. শরিয়তের আলোকে পাত্র-পাত্রী নির্বাচন
মুফতি কিফায়া তুল্লাহ
৪. নারী সাহাবিদের জীবনকথা
বাতায়ন পাবলিকেশন থেকে দুটি:
১. ইসলামী রাষ্ট্রচিন্তার পুনর্গঠন
মূল: মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি
অনুবাদ: হাসান মুহাম্মদ আরিফ
২. শাহ ওয়ালিউল্লাহ দেহলবি: অসিয়ত ও নসীহত
অনুবাদ: মওলবি আশরাফ
দারুল ইলমের দশটি:
১. কাবার পথে ১-২
লেখক: আব্দুল আযীয আল আমান
২. ফ্যাসিস্ট হাসিনা
লেখক: অধ্যাপক ড. মো. মাইমুল আহসান খান
৩. খ্রিস্টান মিশনারীদের একাল সেকাল
লেখক: আদ দোহা ইনস্টিটিউট
৪. অমুসলিমদের প্রতি দাওয়াত
লেখক: মাওলানা আতিক আহমদ কাসিমী
অনুবাদ: ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী
৫. মুছে গেল মেহেদির রঙ (সিরাতগল্প)
লেখক: এস এম হারুন উর রশীদ
৬. ছোটদের মহানবী (শিশু কিশোর)
লেখক: আব্দুল আযীয আল আমান
৭. অদৃশ্য ট্যাবলেট (কিশোর থ্রিলার)
লেখক: আনিস সিদ্দিকী
৮. অধ্যাপকের গোয়েন্দাগিরি (কিশোর থ্রিলার)
লেখক: আনিস সিদ্দিকী
৯. হজ উমরাহ গাইডলাইন
লেখক: মাওলানা আনাস আহমেদ
১০. দাজ্জাল: পরিচয়, প্রকৃতি
লেখক: আব্দুল্লাহ আমির
হসন্ত প্রকাশনের দুটি বই:
১. চরিত্রের তরজমা
হাবীবুল্লাহ সিরাজ
২. কোরআন জ্ঞানীদের জন্য চিন্তার খোরাক
মুহাম্মদ নুরুল ইসলাম
রাইয়ান প্রকাশনের একটি:
অলসতার বিরুদ্ধে লড়াই
মাহমুদ বিন নূর
মক্তব প্রকাশনের একটি:
ইসলাম জ্ঞান
লেখক: প্রফেসর ডক্টর নাজমুদ্দিন
মাকতাবাতুল ফুরকানের তিনটি বই:
১. রহমতের ফল্গুধারা
মূল: খালিদ বেগ
অনুবাদ: মুহাম্মদ আদম আলী
২. নারীদের আত্মিক রোগ ও প্রতিকার
মূল: আশরাফ আলী থানভীর রহ.
অনুবাদ: মাওলানা ইলিয়াস আশরাফ
৩. সন্তান প্রতিপালন ও পরিচর্যা
মূল: আশরাফ আলী রহ.
অনুবাদ: মাওলানা ইলিয়াস আশরাফ
নাশাত পাবলিকেশনের একটি:
মানবসভ্যতা বিনির্মাণে নারী
লেখক: মুজাহিদুল ইসলাম মাইমুন
গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে দুটি:
১. সেকুলারিজমের তত্ত্বতালাশ
ফাহমিদ উর রহমান
২. ইকবালের কবিতা
সৈয়দ আলী আহসান
সত্যায়ন প্রকাশন থেকে দুটি:
১. ঘ্যাচাং
লেখক: আদিল মোর্শেদ
২. ইনকাম অ্যান্ড মাইন্ডসেট
লেখক: মাওলানা সালেহ আজাদী
রুহামা পাবলিকেশন থেকে একটি:
১. যে রোগে অন্তর মরে
মূল: ড. খালিদ আবু সাদী
অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ
নবপ্রকাশ থেকে দুটি:
১. মনসুর হাল্লাজ
মূল: তোহা আব্দুল বাকী সুরুর
অনুবাদ: মাহফুজুর রহমান
২. শায়খুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া জীবন ও অবদান
লেখক: আব্দুল্লাহ আল মাসুম
মাকতাবাতুল আসলাফ থেকে তিনটি:
১. হারামাইনের সুবাস
লেখক: আতাউল কারীম মাকসুদ
২. সময়ের হেফাজত জীবনের হেফাজত
মূল: ইমাম ইবনুল জাভী রহমাতুল্লাহি আলাইহি
অনুবাদ: আহমদ রফিক
৩. ফিমেল মাইন্ড
মূল: আদহাম শারকাভি
অনুবাদ: শাহেদ হারুন
বই পল্লী থেকে একটি:
একুশ শতকের সুপার পাওয়ার
মূল: শেখ হায়াত উল্লাহ হাফিজ আল্লাহ
অনুবাদ: সানা উল্লাহ সিরাজী ও মুফতি নুরুল হুদা পলাশী
আর রিহাব থেকে একটি:
রবের পথে হিজরত
উমেদ প্রকাশ থেকে দুটি:
১. উপমহাদেশে ইসলাম ও ইলমে দ্বীনের প্রসারে ওলামায়ে কেরামের ভূমিকা
মূল: মুফতি মোহাম্মদ তাকি ওসমান
অনুবাদ: মাওলানা মোহাম্মদ শহীদ হুসাইন
২. সন্তানের তালিম তরবিয়ত
মাওলানা মোহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ
কাতেবিন প্রকাশন থেকে তিনটি:
১. আল মাহমুদ
২. হুজুরনামা
লেখক: শাহাদাত হোসেন
৩. তারবিয়াতুল আওলাদ
মূল: ড. সাঈদ ইবনে আলী কাহানী রহ.
অনুবাদ: মুফতি শরিফুল ইসলাম নাঈম