কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ৩১শে অক্টোবর রাত ১২টার পর ঢাকা থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জাফর আহমেদ দীর্ঘদিন ধরে আব্দুর রহমান বদির মাদক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন এবং মাদক ব্যবসায়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ কারবারি।

জাফর আহমেদের গ্রেপ্তারটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করা হয়েছে। র‍্যাব জানায়, তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

এই গ্রেপ্তারের মাধ্যমে এলাকার মাদক চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশা প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *