সম্প্রতি তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ১লা নভেম্বর শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পরপরই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশের ধর্মপ্রাণ আপামর জনসধারণ, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর ছাদখোলা বাসে তাকে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ও হাফেজ মুয়াজ মাহমুদের শিক্ষক মুফতি মুরতাজা হাসান ফয়েজিসহ দেশের বিশিষ্ট আলেমরা। এ সময় সংবর্ধনায় উপস্থিত দেশের আলেমগন বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের হাত থেকে প্রথম স্থানের পুরস্কার গ্রহণ করেন হাফেজ মুয়াজ মাহমুদ। এসময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুরস্কার বিতরণ শেষে হাফেজ মুয়াজ মাহমুদসহ সকল হাফেজ, কারী এবং প্রতিযোগিতার সকল বিচারক ও ব্যবস্থাপকদের অভিনন্দন জানান ।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link