নিউজনেস্ট

চালের বাজার মূল্য কমাতে শুল্কমুক্ত আমদানির উদ্যোগ সরকারের

চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চাল আমদানিতে সবধরণের শুল্ক পুরোপুরি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই লক্ষ্যে আগে থেকে বিদ্যমান ১৫% আমদানি শুল্ক এবং ৫% রেগুলেটরি শুল্ক পুরোপুরি বাতিল করা হয়েছে।

১লা নভেম্বর শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন চাল বিক্রিতে মোট অগ্রিম আয়কর হবে মাত্র ২ শতাংশ। ফলে আমদানির ক্ষেত্রে প্রতি কেজি চালের দাম কমবে ৯.৬০ টাকা।

এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে চালের সরবরাহ বৃদ্ধি পাবে এবং বাজারে চালের দাম সহনীয় থাকবে। পাশাপাশি এই পদক্ষেপ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।

উল্লেখ্য, চাল আমদানিতে শুল্ক বিলোপের আগে, ২০ অক্টোবর চাল আমদানিতে আরোপিত ২৫% শুল্ক ১৫%-এ এবং রেগুলেটরি শুল্ক ২৫% থেকে ৫%-এ কমানো হয়েছিল। আর এখন সেটা পুরোপুরি উঠিয়ে নেওয়া হলো। এতে সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষ ভাতের জোগাড় করতে পারবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত