সম্প্রতি ইসরায়েলের জন্য গোলাবারুদ বহনকারী জার্মান জাহাজ কোম্পানি লুবিকা মেরিনের ‘ক্যাথারিন’ নামক একটি জাহাজকে অনেক দেশের সমুদ্র বন্দরে ভিড়তে না দিলেও জাহাজটিকে আলেকজান্দ্রিয়া বন্দরে স্বাগত জানিয়েছে মিশর সরকার।
এর আগে গত ২১শে জুলাই ইসরায়েলের জন্য গোলাবারুদ নিয়ে কার্গো জাহাজ ‘ক্যাথরিন’ ভিয়েতনাম থেকে যাত্রা শুরু করে। প্রাথমিক পরিকল্পনা হিসেবে জাহাজটি স্লোভেনিয়া দিয়ে যেতে চেয়েছিল। কিন্তু স্লোভেনিয়া তাদের বন্দরে জাহাজটিকে নোঙর করতে নিষেধ করে দিলে নামিবিয়া, মাল্টা ও পর্তুগালে প্রবেশের চেষ্টা করে জাহাজটি। কিন্তু সেখানকার বন্দরেও নিষেধাজ্ঞার সম্মুখীন হয় জাহাজটি।
কী ছিল ‘ক্যাথরিন’ জাহাজে ?
নামিবিয়া কর্তৃপক্ষের একটি প্রতিবেদন অনুসারে, জার্মান জাহাজ কোম্পানি ‘লুবিকা মেরিন’ এর জাহাজ ক্যাথরিনে ৮ কন্টেইনার বোঝাই হেক্সোজেন বা আরডিএক্স বিস্ফোরক উপাদান ছিল। এছাড়া বিস্ফোরকে ব্যবহৃত রাসায়নিক উপাদান ‘টিএনটি’র ৬০টি কন্টেইনার ছিল।
মিশরীয় শিপিং কোম্পানি বিস্ফোরক ইসরায়েলে পৌছে দিবে
ইসরায়েলের জন্য বিস্ফোরকবহনে অভিযুক্ত কার্গো জাহাজ ‘ক্যাথারিন’ কোন দেশের বন্দরে ভিড়তে না পারলেও মিশর সরকার জাহাজটিকে আলেকজান্দ্রিয়া বন্দরে স্বাগত জানায়। এবং মিশর ইসরায়েলের জন্য নিয়ে আসা বিস্ফোরক ইসরায়েলে পাঠাতে সহযোগিতা করছে। আগামী ৫ই নভেম্বর মিশরীয় জাহাজ কোম্পানি ‘এমকো’ ক্যাথারিন কার্গো জাহাজটির এজেন্ট হিসেবে আলেকজান্দ্রিয়া বন্দরের ২২নং জেটি থেকে বিস্ফোরকগুলো খালাস করে ইসরায়েলে পৌছে দিবে।
অবশ্য পূর্ব থেকেই ‘এমকো’ কোম্পানির সাথে ক্যাথারিন কার্গো জাহাজের অপারেটরদের সাথে ঘনিষ্টতা রয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আশদোদ বন্দরে ‘ক্যাথারিন’ জাহাজটি মিশরীয় জাহাজ কোম্পানি ‘এমকো’ এর তত্ববধানে ছিল।
সূত্র: নুন পোস্ট