নিউজনেস্ট

অক্টোবরেই ডেঙ্গুর শিকার ১৪৩ জন, এক বছরে মৃত্যু ৩০০

ডেঙ্গুতে ১৭ দিনে ১০০ মৃত্যু, বছরের মোট মৃত্যু ৪১৫
ডেঙ্গু মশা। ছবি: সংগৃহীত

দেশে ভয়াবহ আকারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩০০ জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার। এদিকে শুধু গেল অক্টোবরেই ডেঙ্গুতে সর্বোচ্চ ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও তিনজন। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর এই ভয়ানক অবস্থা নভেম্বর ও ডিসেম্বরেও বজায় থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ডেঙ্গু এখন শুধু বর্ষায় সীমাবদ্ধ নয়, শীতেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

এদিকে ডেঙ্গু কেন নিয়ন্ত্রণে আসছে না এমন প্রশ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, জলবায়ুর প্রভাব ও এডিস মশার ঘণত্ব বাড়ার কারণে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। কিন্তু সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগ তেমন কার্যকর হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ঢাকার দুই সিটি করপোরেশনই সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের তালিকায় রয়েছে। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩ হাজারের বেশি এবং মৃত্যুবরণ করেছে ৫২জন। অপরদিকে দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত প্রায় ১২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৪২ জনের। চট্টগ্রামেও আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা সেখানে ৩১।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত