রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিং নিষিদ্ধ করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবীন শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা, অপমান করা বা শারীরিক ও মানসিক নির্যাতন- এসব র্যাগিংয়ের আওতায় পড়ে।
কোন শিক্ষার্থী এমন কিছু করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। কারো কাছ থেকে এ ধরনের আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ৩রা নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। এর জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ বিশেষ নিয়েছে প্রস্তুতি।