নিউজনেস্ট

বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দিবে না আদানি

বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দিবে না আদানি
বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ দিবে না আদানি। ছবি : সংগৃহীত

আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করার হুমকি দিয়েছে ভারতের আদানি গ্রুপ। ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে তারা।

এর আগে বকেয়া বিল পরিশোধের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিয়েছিল আদানি গ্রুপ। কিন্তু ডলার সংকটের কারণে এলসি ইস্যু করেও বকেয়া শোধ করতে পারেনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে গত ৩১ অক্টোবর থেকে ভারতের ঝাড়খণ্ডের গাড্ডায় অবস্থিত আদানি গ্রুপের ১,৪৯৬ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দেওয়া হয়। এর ফলে দেশব্যাপী লোডশেডিংয়ের সমস্যা দেখা দেয়।

এছাড়া চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৯০-১০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা থাকলেও শুধু গেল অক্টোবরে ৯০ মিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। আর এর আগের মাসগুলোতে আদানিকে ২০-৫০ মিলিয়ন ডলার করে পরিশোধ করেছিল। এ ব্যাপারে আদানি গ্রুপের পক্ষ থেকে কোনো মন্তব্য করা নাহলেও আদানি গ্রুপের একজন কর্মকর্তা জানিয়েছেন, সময়মতো বিল না পাওয়ায় কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের সম্ভাবনা শঙ্কায় পড়বে, কারণ এই কেন্দ্রটি মূলত বাংলাদেশের জন্যই স্থাপন করা হয়েছিল।

অন্যদিকে, বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর রেমিট্যান্স বেড়ে যাওয়ায় এখন সেন্ট্রাল রিজার্ভ ছাড়াই আন্তর্জাতিক পেমেন্ট করা সম্ভব হচ্ছে। এতে ভারতের আদানি গ্রুপের বকেয়া পরিশোধের গতি বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।

উল্লেখ্য, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে , বাংলাদেশের কাছ থেকে ৮৫০ মিলিয়ন ডলার পাবে আদানি গ্রুপ, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত