তারিখ প্রদর্শন
লোগো

সম্প্রতি ইসরায়েলের বিপুল প্রচারিত পত্রিকা ইসরায়েল হায়োমে প্রকাশিত হয়েছে এক চমকপ্রদ তথ্য। চলতি বছরের গত ১৬ই অক্টোবর গাজার তিল আস সুলতান এলাকায় ইসরায়েলের সাথে দীর্ঘ লড়াইয়ের পর শহিদ হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহইয়া সিনওয়ার রহিমাহুল্লাহ।

হামাস প্রধান ইহাহইয়া সিনওয়ার রহিমাহুল্লাহকে মুখোমুখি লড়াইয়ে হত্যা করা ইসরায়েলের কাছে অকল্পনীয় ছিল। তাই ময়নাতদন্ত করে নিশ্চিত হওয়ার জন্য সিনওয়ার রহিমাহুল্লাহকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ময়না তদন্তে বেরিয়ে আসে আসে চমকপ্রদ তথ্য। মৃত্যুর আগে তিন দিন কিছুই খেতে পাননি ইয়াহইয়া সিনওয়ার রহিমাহুল্লাহ। যা গাজায় ইসরায়েলি আগ্রাসনের নির্মম চিত্র তুলে ধরার পাশাপাশি গাজার সাধারণ মানুষের মত হামাস নেতাদের কষ্ট ভোগ করার বিষয়টিকে সামনে নিয়ে আসে।

উল্লেখ্য, এই ঘটনা এমন সময় প্রকাশ পেল যখন ইহাইয়া সিনওয়ার রহিমাহুল্লাহকে সুবিধাভোগী নেতা হিসেবে প্রমাণ করতে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *