নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ঘোষণা করা হয়েছে আগামী ২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ। সোমবার ৪ঠা অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, টঙ্গীর তুরাগ পাড়ে আগামী ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে। আর ফেব্রুয়ারির ৭, ৮ ও ৯ তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ।
এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে জরুরি চিকিৎসা, অস্থায়ী দোকানপাটের ব্যবস্থা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করা হয়।
এদিকে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভি গ্রুপের অনুসারীরা উপস্থিত থাকলেও শীর্ষস্থানীয় আলেমদের কোন প্রতিনিধিরা না আসায় মাঠ বরাদ্দ বিষয়ে কোন চুরান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, কুরআন কারিম ও নবিদের সম্পর্কে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির বিতর্কিত বক্তব্যের জেরে ২০১৮ সালে বাংলাদেশের তাবলিগ জামাতে বিভক্তি তৈরি হয়। বিভক্তির সেই জের ধরেই ২০১৯ সাল থেকে দুই ধাপে অনুষ্ঠিত হয়ে আসছে টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমা। বিগত বছরগুলোতে দুই ধাপে হওয়া এই ইজতেমার প্রথম ধাপে সাদ কান্ধলভির গ্রুপ মাঠ গ্রহণ করতে চাইলেও প্রতিবারই প্রথম ধাপে মাঠ পেয়ে আসছেন বিশ্বের শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শে পরিচালিত তাবলিগ কর্মীগণ।