নিউজনেস্ট

সোহরাওয়ার্দীর মহাসম্মেলন থেকে ওলামাদের ৯ দফা দাবি

সোহরাওয়ার্দীর মহাসম্মেলন থেকে ওলামাদের ৯ দফা দাবি
সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামের মহাসম্মেলনের একটি চিত্র। ছবি: রায়হান ফারাবি

আজ মঙ্গলবার ৫ই নভেম্বর তাবলিগ ও মাদ্রাসা রক্ষার্থে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মহাসম্মেলনে দেশবরেণ্য ওলামা-মাশায়েখসহ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। উক্ত ইসলামি মহাসম্মেলনে বাংলাদেশের তাওহিদি জনতার পক্ষ থেকে ৯দফা দাবি ঘোষণা করা হয়।

মহাসম্মেলনে ঘোষিত ৯ দাবি হচ্ছে:

১. তাবলিগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সব প্রকার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।

৩. আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে।

৪. শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামীদের বিচার করতে হবে।

৫. ২০১৮ সালে টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংস আক্রমণের বিচার করতে হবে।

৬. কোনো অবস্থাতেই বিভ্রান্ত সা’দ সাহেবকে এ দেশে আসতে দেয়া যাবে না।

৭. আলেমপন্থীদের বিশ্ব ইজতেমা-ই সরকারঘোষিত দুই পর্বে করতে দিতে হবে।

৮. কাকরাইল আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।

৯. অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।

উক্ত ৯ দফা দাবির ঘোষণা দেন বেফাকুল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা মাহফুজুল হক। এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলছি, আপনারা সুষ্ঠ ও সুন্দরভাবে দেশ পরিচালনা করুন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো।’

এছাড়াও উক্ত সম্মেলনে জুনাইদ আল হাবিব, মুহিব্বুল্লাহ বাবুনগরি, আল্লামা আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব) ও উম্মুল মাদারিস হাটহাজারির জৈষ্ঠ উস্তাদগণসহ আরও অনেকে ভাষণ দেন। সম্মেলনে সকলেই মাওলানা সাদ কান্ধলবির বিতর্কিত ও ইসলামবিরোধী কার্যকলাপসহ বাংলাদেশে অনুপ্রবেশের ব্যাপারে সতর্ক করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত