নিউজনেস্ট

নাফ নদ থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী আরাকান আর্মি

জান্তার থেকে মংডু দখল করল আরাকান আর্মি, সীমান্তজুড়ে উত্তেজনা
জান্তার থেকে মংডু দখল করল আরাকান আর্মি, সীমান্তজুড়ে উত্তেজনা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বিপাকে পড়েছেন ২০ জন বাংলাদেশি জেলে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়ার বৈদ্যপাড়া এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা এ ঘটনা ঘটান। সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম জানান, একটি বড় ট্রলারে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যান। জানা গেছে, আটককৃত জেলেদের সবার বাড়ি সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও ক্যাম্পপাড়া গ্রামে। তবে সবার নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, এর আগেও গত ৮ই অক্টোবর একই নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। পরে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাপক হস্তক্ষেপের ফলে সেসময় তাঁরা নৌকাসহ মুক্তি পান।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, স্থানীয় ইউপি সদস্যরা তাঁকে এ বিষয়টি জানিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় জেলেদের পরিবার ও বাসিন্দাদের মাধ্যমে তাঁরা এই ঘটনার খবর পেয়েছেন এবং মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত