নিউজনেস্ট

ধামরাইয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক

ধামরাইয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক
ধামরাইয়ে খাদে পড়া বাস উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার ৬ই নভেম্বর ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছ। এতে বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার পাশাপাশি বাসের হেল্পার নিহত হয়েছে।

মঙ্গলবার ৫ই নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক র্দুঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে কালামপুরের ‘প্রতীক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে বাসটি শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদেশ্যে রওনা হয়। এ সময় বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে নিকটে পৌঁছালে ওই শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এদিকে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা বলেন, রাতে স্থানীয়রা ফয়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। কিন্তু ততক্ষণে বাসের নিচে চাপা পড়ে বাসের হেলপার নিহত হন। এছাড়া বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিকও আহত হয়। পরে তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত