বাংলাদেশের ক্রিকেটের সমালোচিত মুখ, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। গতকাল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ব্যাংক অ্যাকাউন্টগুলোর সব লেনদেন স্থগিত করে। বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিএফআইইউয়ের নির্দেশনায় বলা হয়, আগামী ৩০দিন সাকিব ও তার স্ত্রী শিশির নিজেদের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোনো লেনদেন করতে পারবেন না। এবং প্রয়োজন হলে এই স্থগিতাদেশ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিএফআইইউ। নির্দেশনায় কারণ হিসেবে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের প্রাসঙ্গিক ধারা অনুযায়ী এ স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২রা অক্টোবর সাকিব ও শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে একটি নোটিশ জারি করা হয়েছিল।
এদিকে বর্তমানে সাকিব পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কয়েক মাস আগে ক্রিকেটের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, ফলে সংসদ সদস্যের পদ হারান তিনি। মূলত সে সময় থেকেই দেশের বাইরে আছেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যার মামলাও দায়ের হয়, যা তার ওপর একাধিক আইনি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।