নিউজনেস্ট

আফগান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় কর্মকর্তার বৈঠক

আফগান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় কর্মকর্তার বৈঠক
আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধান জে বি সিং। ছবি: মড

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধান জে বি সিং। বৈঠকে উভয় দেশের মধ্যে কৌশলগত ও মানবিক সহযোগিতা শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়।

বৈঠক সম্পর্কে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেক প্রকাশিত এক বিবৃতি সূত্রে জানা গেছে, বৈঠকে কাবুল-দিল্লির মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের গুরুত্বসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় উভয় দেশই নিজেদের দায়িত্বপূর্ণ অবস্থান থেকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করার অঙ্গীকার করেন।

বৈঠক শেষে মোল্লা ইয়াকুব এবং জে বি সিং উল্লেখ করেন, ‘এই সহযোগিতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতাও বাড়াতে সহায়ক হবে।’

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত