দেশে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লাইসেন্স প্রদানে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। দূর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, লাইসেন্স প্রদানের নামে করা হয়েছে ব্যাপক অর্থ পাচার। সেই সাথে এ ঘটনার নেপথ্যে উঠে এসেছে নারায়ণগঞ্জের গডফাদার সাবেক এমপি শামীম ওসমান এবং জাহাঙ্গীর কবির নানকের মতো আওয়ামী নেতাদের নাম।
উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৮৫টি প্রতিষ্ঠানকে ইন্টারনেটের ইন্টারন্যাশনাল ক্যাবলের জন্য আইজিডব্লিউ, আইআইজি ও আইসিএক্স লাইসেন্স প্রদান করে। কিন্তু অভিযোগ আছে, অনেক প্রতিষ্ঠান লাইসেন্স নিয়ে তা বিক্রি করে দিয়েছে এবং রাজস্ব পরিশোধে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ‘কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড’ নামক এক অপারেটর কোম্পানি লাইসেন্স পাওয়ার পর হঠাৎ গায়েব হয়ে যায় বলে জানা গেছে। বর্তমানে বিটিআরসি’র কাছে প্রতিষ্ঠানটির প্রায় ১০৩ কোটি টাকা পাওনা রয়েছে।
এদিকে সম্প্রতি আরেক ইন্তারনেট অপারেটর বেসটেক টেলিকম লিমিটেডের বিরুদ্ধে আন্তর্জাতিক কলের মাধ্যমে ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে করা হয়েছে মামলা। এছাড়া আরও কয়েকটি মামলা তদন্তের আওতায় রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।