বকেয়া বেতনের দাবিতে আজ শনিবার ৯ই নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে গাজীপুর শহরের ‘মালেকের বাড়ি’ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটারজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এদিকে গাজীপুর শিল্পপুলিশের তথ্যমতে, মূলত কারখানার ছয়টি শাখার শ্রমিকরা তাদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভে নামেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
অন্যদিকে গাজীপুরের বোর্ডবাজারে এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেডের কারখানা পুনরায় চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গেল সেপ্টেম্বর-অক্টোবর মাসের বেতন পরিশোধ না করেই চলতি মাসের ৬ই নভেম্বর ছুটি ঘোষণার অভিযোগ উঠেছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে।
এছাড়া গাজিপুরের কোনাবাড়ীর বিসিক শিল্পনগরীতেও লাইফ ট্যাক্স লিমিটেডের শ্রমিকরা ৩৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। পরে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি তুলে নেন।