ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও ২০ শতাংশ কমিয়েছে। এর ফলে বর্তমানে ভারত থেকে আসা বাংলাদেশে বিদ্যুতের মোট ৬০ শতাংশ সরবরাহ বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের কাছ থেকে পাওনা বকেয়া আদায়ে চাপ প্রয়োগের অংশ হিসেবেই গ্রহণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ৭ই নভেম্বর বিদ্যুৎ সরবরাহ ৪০ শতাংশ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ। সেই হিসেবে ঝাড়খন্ডের আদানির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আগে প্রায় ১,৪০০-১,৫০০ মেগাওয়াট সরবরাহ করা হলেও এখন বাংলাদেশে প্রতিদিন মাত্র ৫২০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাঠানো হচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান বলেছেন, ‘আমরা আমাদের বকেয়া ধীরে ধীরে পরিশোধ করছি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’